Great Post
Hello and welcome
View my online resource site.com for more! Have a nice week and stay out.
Hello and welcome
View my online resource site.com for more! Have a nice week and stay out.
Откройте счет и получите мгновенный доступ к торговым идеям, аналитике и поддержке персонального менеджера. Неизменно низкие издержки, спреды от 0 пунктов и привлекательная программа вознаграждений. markets60 Comoros не предоставляет услуги жителям США, Японии, Канады, Мьянмы, Демократической Республики Корея, markets60 Европейского Союза, Великобритании, Ирана, Сирии, Судана и Кубы.
Получить консультацию специалиста вы можете с понедельника по пятницу, круглосуточно. В выходные техническая поддержка компании недоступна, так как торговля на рынке Форекс закрыта. Раздельное хранение средств клиентов на счетах в банках первого эшелона и отмеченный наградами сервис.
Авторизуйтесь в Личном кабинете, чтобы заказать обратный звонок. маркетс60 жалобы Торгуйте на рынке Форекс с высоким кредитным плечом, без комиссии и со спредами от 0 пунктов. Войдите в число лидеров и получите шанс выиграть денежный приз.
markets60 — это ваш доступ в мир финансовых возможностей. Торгуйте валютами, металлами, сырьем и товарами, индексами, криптовалютами и акциями. Вы можете быть уверены в том, что торгуете с надежным мировым лидером с более чем 25-летним опытом и более одного миллиона клиентов во всем мире.
আজকাল যখনই নিরাপত্তার বিষয়টা চলে আসে সেটা হোক অফিস কিংবা বাসাবাড়ী তখনই সিসিটিভি ক্যামেরার বিষয়টা চলে আসে। বর্তমানে বহুল পরিমানে ব্যবহৃত সিকিউরিটি গ্যাজেট হলো সিসিটিভি। নিরাপত্তা বাহিনী থেকে শুরু অফিস, আদালত, এমনকি বাসাবাড়ীতেও সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হয়ে থাকে। আজকের এই আর্টিকেলে সিসিটিভি ক্যামেরা নিয়ে বিস্তারিতভাবে খুটিখাটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। এছাড়াও কোথা থেকে কোন ব্র্যান্ড কিনবেন সেই গাইডলাইনও থাকবে।
CCTV যার অর্থ অর্থ Close Circuit TV Camera. এটি একটি ছোট আকৃতির ক্যামেরা যা সবমস্য ভিডিও ক্যপচার করে। এই ক্যামেরাগুলির ব্যবহার আমাদের দেশে শুরু হয়েছে প্রায় ১ দশক ধরে। তবে ১৯৪২ সাল থেকেই জার্মানিতে সিসিটিভি ক্যামেরার প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছিল। পরবর্তীতে ১৯৪৯ সালে এটি কমার্শিয়ালি বিক্রি শুরু হয়।
সিসিটিভি ব্যবহার অনেক সুবিধাজনক বলে দিন দিন এর চাহিদা বাড়ছে। বর্তমানে সিসিটিভির অনেক উন্নতি সাধিত হওয়ার ফলে এখন অনেক পরিষ্কার ছবি ও রাতের অন্ধকারের ভিডিও ধারন করাও সম্ভব হচ্ছে।
একটি সিসিটিভি ক্যামেরাতে বিভিন্ন ধরনের অংশ থাকে, প্রতিটা অংশের সমন্বয়েই একটি সিসিটিভি ক্যামেরা কাজ করে থাকে । এগুলো হলোঃ
DVR ২ ধরনের হয়ে থাকেঃ ১. TV Based ২. PC Based. এর কাজ হলো ক্যামেরার সাথে কানেক্টেড সকল অংশকে নিয়ন্ত্রন করা। এটি অনেকটা কম্পিটারের সিপিউ এর মতো যার সাথে স্টোরেজ, পাওয়ার সাপ্লাই, ক্যামেরা, মনিটরসহ সবকিছু কানেক্টেড থাকে।
বুঝতেই পারছে এটি একটী স্টোরেজ ডিভাইস যার মধ্যে ভিডিও সংরক্ষন করা হয়ে থাকে।
ডিভিআর অপারেট করার জন্যে মাউস অথবা রিমোট দেওয়া হয়।
এর কাজ হলো ভিডিও ক্যপচার করা।
কানেক্টরের মাধ্যমে ডিসি পাওয়া সাপ্লাইয়ের সাথে ক্যামেরার পাওয়ার লাইন দেওয়ার জন্য এধরণের ডিসি পাওয়ার কানেক্টর ব্যবহার রা হয়। এছাড়া ক্যামেরা কানেক্টরও ব্যবহৃত হয়ে থাকে।
এছাড়া, ক্যামেরার তার, ভিডিও ডিসপ্লে পোর্ট (HDMI/VGA), ক্যামেরা পাওয়ার সাপ্লাই, টিভি মানিটার ব্যবহৃত হয়ে থাকে যার সমন্বয়ে একটি সিসিটিভি সিস্টেম কাজ করে থাকে।
বাজারে বিভিন্ন ধরনের সিসিটিভি ক্যামেরা পাওয়া যায়। যার ফলে যার নতুন তারা প্রায়শই দ্বিধাদন্দে পরে যায়। অনেকেই সিসি ক্যামেরা ও আইপি ক্যামেরার মধ্যে পার্থক্য বুঝতে পারেননা। তো চলুন দেখে নেই বাজারে কোন কোন ধরনের ক্যামেরা পাওয়া যায়।
মূলত ৩ ধরনের সিসি ক্যামেরা পাওয়ার যায়। যেগুলো হলোঃ
২। ডিজিটাল ক্যামেরা
৩। আইপি ক্যামেরা
যেহেতু অ্যানালগ ক্যামেরা এখন আর ব্যবহৃত হয়না। তো চলুন ডিজিটাল ও আইপি ক্যামেরার পার্থক্য দেখে নেই।
আইপি ক্যামেরা অথবা Wireless Camera গুলো পোর্টেবল হয়ে থাকে, যার ফলে সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা খুব সহজ। অপরদিকে সাধারন ক্যামেরাগুলি তারের মাধ্যমে ডাটা ট্রান্সফার করে থাকে। এজন্যে সেগুলি এক জায়গায় ফিক্সড থাকে।
আইপি ক্যামেরা সিস্টেমে ডিভিআর প্রয়োজন পরেনা। আপনি পৃথিবির যেকোন যায়গা থেকে খুব সহজেই মোবাইলে ভিডিও লাইভ দেখতে পারবেন। এমনকি ক্যামেরা বিভিন্ন ফাংশন যেমনঃ মুভমেন্ট সহ অন্যান্য ফাংশনগুলি নিয়ন্ত্রন করা যায়। অপরদিকে সাধারন সিসি ক্যামেরাগুলি পরেট করার জন্যে DVR লাগে।
বাজারে বিভিন্ন ধরনের সিসিটিভি ক্যামেরা পাওয়া যায়। এর মধ্যে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ক্যামেরাগুলো নিচে দেওয়া হলোঃ
সিসি ক্যামেরা নির্বাচনের ক্ষেত্রে প্রথমত যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটি হলো আপনার চাহিদা। মূলত কোথায় ক্যামেরা ইউজ করবেন তার উপর নির্ভর করে ক্যামেরা কিনতে হবে।
এরপর যা দেখবেন সেটি হলো লেন্স। এর উপর নির্ভর করবে ইমেজ কতটা স্পষ্ট হবে। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট।
এরপর সেন্সর। ইমেজ প্রসেসিং এর জন্য এটি খুবই গুরুত্বপূর্ন।
সর্বশেষ যে ফিচারটির দিকে নজর দিবেন সেটি হচ্ছে আউটপুট রেজুলেশন, যার অধিকাংশটাই নির্ভর করে আগে যে পয়েন্টগুলি বর্ণনা করলাম তার উপর।
যেকোন প্রোডাক্টের দাম নির্ভর করে তার কোয়ালিটি এবং ফিচারের উপর। লোকাল মার্কেটে সাধারনত ১০০০৳ থেকে সিসিটিভি ক্যামেরার দাম শুরু হয়ে থাকে। এরপর ফিচারের উপর নির্ভর করে ৩০ হাজার টাকারও ক্যামেরা পাওয়া যায়।
আপনি অনাইন বা অলাইন স্টোর থেকে সহজেই সিসিটিভি ক্যামেরা কিনতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি ঢাকার ভিতরে হয়ে থাকেন তাহলে Camera Vision থেকে আপনার মনের মতো যেকোন ক্যামেরা কমদামে কিনতে পারেন। তারা ১০০% অরিজিনাল প্রোডাক্ট সরারসরি ইমপোর্ট করে আনে চায়না থেকে।
Bashundhara City
Shop 37, Block # B, Level # 1,
Bashundhara City
Panthapath, Dhaka-1205.
National Stadium
10 , Bangabandhu
National Stadium,
Market Dhaka- 1000.
Gulshan
Land View Shopping Complex,
lO/D(Ground Floor),
Ghlshan, Dhaka-1205.
Give Us A Call
01962162490, 01704747971,
01930494397, 01754434848